স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের শুরুতেই প্রকৃতি বাঁধ সেধেছে। বিপিএলের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহীর ম্যাচ এখনো মাঠে গড়ায়নি। টস জিতে রাজশাহী কিংস ফিল্ডিং নিলেও সোয়া তিনটা পর্যন্ত মাঠে নামতে পারেনি কোন দল।
হোম অব ক্রিকেটের আকাশে সকালের গুঁড়িগুঁড়ি বৃষ্টির প্রভাব এখনো কাটেনি। দুপুর আড়াইটায় প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও মেঘে ঢাকা আকাশ ক্রমেই ভারী হয়ে উঠে। ম্যাচের টস হয়ে গেলেও বৃষ্টির কারণে মাঠে নামতে পারছেন না ক্রিকেটাররা।
বৃষ্টি থামলেই প্রথম ম্যাচের ব্যাটিংয়ে নামবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার ব্যাটসম্যানরা। বৃষ্টির আগে কুমিল্লা ও রাজশাহীর অধিনায়ক উইকেট পরিদর্শন করেন মাঠে গিয়ে। দুই দলের ক্রিকেটাররাও অনুশীলনে মাঠে ছিলেন।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া সাতটায় দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা০০