নিজস্ব প্রতিবেদক:: সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পর্দা উঠছে সিলেট পর্বের। দুপুর দেড়টায় স্বাগতিকদের বিপক্ষে শুরু হওয়া ম্যাচে টস জিতেছে রংপুর। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান।
চলতি বিপিএলে ফর্মের তুঙ্গে আছে রংপুর। আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে জিতেছে সবগুলোতেই। অন্যদিকে সিলেট ঢাকায় খেলা এক ম্যাচে হেরেছে। সেটি এই রংপুরের বিপক্ষেই। আজ ঘরের মাঠে সিলেটের প্রতিশোধ নেওয়ার পালা। সিলেটে সিলেট খেলবে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ। ঢাকায় প্রথম পর্বে তিন ম্যাচেই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রংপুর। দুই ম্যাচের দুটিতেই জিতে খুলনা টাইগার্স আছে এরপর। চিটাগং কিংস, ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী জিতেছে একটি করে ম্যাচ।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: রনি তালুকদার, জর্জ মুন্সে, জাকির হাসান (উইকেটরক্ষক), পল স্টার্লিং, জাকের আলী, আরিফুল হক (অধিনায়ক), অ্যারন জোনস, তানজিম হাসান সাকিব, নিহাদুজ্জামান, রিচি টপলি, আল-আমিন হোসেন।
রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, মোঃ আজিজুল হাকিম তামিম, নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, সাইফ হাসান, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফুদ্দিন, রকিবুল হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০