স্পোর্টস ডেস্কঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএলের দশম আসরের শিরোপা নিজেদের করে নিয়েছে ফরচুন বরিশাল। কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয় তামিম ইকবালের দল।
টুর্নামেন্ট শেষ হওয়ার পর ক্রিকইনফো প্রকাশ করেছে টুর্নামেন্টের সেরা একাদশ। যেখানে অধিনায়ক করেছে অভিজ্ঞ তামিম ইকবালকে। ৩৫.১৪ গড়ে টুর্নামেন্ট এর সর্বোচ্চ ৪৯২ রান করেন বরিশালের অধিনায়ক। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে রয়েছেন জুনিয়র তামিম। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে এই আসরে এসেছে ৩৮৪ রান।
আছেন আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তাওহীদ হৃদয়ও। দলে পেসার হিসেবে সুযোগ পেয়েছেন বিলাল খান ও শরিফুল ইসলাম। ৭.৮১ ইকোনমিতে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি দুর্দান্ত ঢাকার শরিফুল। আর বিলাল খান দশম আসরে পেয়েছেন ১৫ উইকেট।
বিপিএলের সেরা একাদশঃ তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, বাবর আজম, জিমি নিশাম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), কাইল মায়ার্স, সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, বিলাল খান ও শরিফুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post