স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে অংশ গ্রহণকারী দলগুলো এরই মধ্যে নিজেদের অনুশীলন শুরু করে দিয়েছে। ৪ নভেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল আসর।
দুই সপ্তাহ আগ থেকেই দলগুলো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদেরকে নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে।
আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স গতকাল মঙ্গলবার তাদের অনুশীলন শুরু করেছে। বিকেএসপির চার নম্বর গ্রাউন্ড কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে অনুশীলন করে তারা।
আগামীকাল বৃহস্পতিবার থেকে বিকেএসপিতে অনুশীলন করবে বিপিএলে যোগ দেওয়া রাজশাহী কিংস। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
রাজশাহী কিংসের চার ক্রিকেটার রয়েছেন বাংলাদেশের ১৪ সদস্যের টেস্ট দলে-মমিনুল হক, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান। এদের ছাড়াই বাকি ক্রিকেটারদের নিয়ে শুরু হবে দলটির অনুশীলন ক্যাম্প। অন্য দলগুলো শিগগিরিই শুরু করবে তাদের অনুশীলন
আজ বুধবার মিরপুরের একাডেমি মাঠে ব্যক্তিগত অনুশীলন করেছেন ঢাকা ডায়নামাইটসের সোহরাওয়ার্দী শুভ, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লিটন কুমার দাস, চিটাগং ভাইকিংসের নাজমুল হক মিলন, রাজশাহী কিংসের রকিবুল হাসান, রংপুর রাইডার্সের মোহাম্মদ মিঠুন ও নাঈম ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্কা/বা/০০