বিপিএলে অভিষেক হলো সিলেটের ক্রিকেটার জাকিরের

0
88

নিজস্ব প্রতিবেদক: সিলেটের তরুণ ক্রিকেটার জাকির হাসান। বালাগঞ্জের তরুণ এই ক্রিকেটার চলতি বছর ঘরের মাঠে যুশ্ব বিশ্বকাপে প্রতিভার পরিচয় দিয়ে জায়গা করে নিয়ে ছিলেন বিপিএলের খেলোয়াড় তালিকায়। তাকে দলে ভিড়িয়ে ছিলো চিটাগাং ভাইকিংস।

যুব বিশ্বকাপে ব্যাট হাতে সফল এই ব্যাটসম্যানের ব্যাটেই কোয়ার্টার ফাইনালে নেপাল বাঁধা পেরিয়ে ছিলো বাংলাদেশ। সেই ফলাফলটা পেয়ে গেলেন জাকির হাসান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে তার অভিষেক হয়েছে। বিপিএলের চতুর্থ আসরের প্রথম ম্যাচেই তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের একাদশের হয়ে মাঠে নামছেন তিনি। এ ম্যাচ দিয়েই টি-২০ ক্রিকেটে অভিষেক হলো সিলেটের এই তরুণ ক্রিকেটারের।

আজ মিরপুরের হোম অব ক্রিকেটের বিপিএলের চতুর্থ আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে তামিম ইকবাল চিটাগাং ভাইকিংস ও মাশরাফি বিন মর্তুজার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), মারলন স্যামুয়েলস, আসার জাইদি, ইমাদ ওয়াসিম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহেল তানভীর, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ শরিফ, আল আমিন।

চিটাগং একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, আনামুল হক (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, তাইমল মিলস, জাকির হাসান, নাজমুল হোসেন মিলন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here