স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ ১৪ নভেম্বর সোমবার দু’টি ম্যাচ অনুষ্টিত হবে। মিরপুরের হোম অব ক্রিকেটে মাঠের ময়দানি লড়াই নামবে বিপিএলের চারটি দল।
দিনের প্রথম ম্যাচে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে মুশফিকুর রহিমের বরিশাল বুলস এবং তামিম ইকবালের চিটাগং ভাইকিংস।
সন্ধ্যা ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।
দিনের প্রথম ম্যাচের দু’দলের মধ্যে পয়েন্ট টেবিলে বরিশালের থেকে পিছিয়ে চিটাগং। চার নম্বরে থাকা বরিশাল তিন ম্যাচের দুটিতে জয় ও একটি হেরে চার পয়েন্ট সংগ্রহ করেছে। অপরদিকে, তামিমের চিটাগং টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে। তিন ম্যাচের একটি জয় আর অপর দুটিতে পরাজয় নিয়ে দুই পয়েন্ট থলিতে পুরেছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা পয়েন্ট টেবিলের তলানিতে। বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। তাদের প্রতিপক্ষ ঢাকা টেবিলের দুই নম্বরে অবস্থান করছে। তিন ম্যাচ খেলা ঢাকা দুটিতে জয় আর একটিতে হার নিয়ে সংগ্রহ করেছে ৪ পয়েন্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০