নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট নিয়ে বড় একটি অভিযোগ, এই টুর্নামেন্টের সূচি নির্ধারিত হয় না। বার বার পরিবর্তন হয় সময়। এর বাইরে দল নিয়েও নানান জক্কি-জামেলা পোহাতে হয়। শেষ মূহুর্ত পর্যন্ত দল নিয়ে অপেক্ষা করতে হয়। তবে এবার আগেভাগেই বিপিএলের সূচি ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাও একটি আসরের না।
আগামী তিন বিপিএল আসরের সূচি ঘোষণা করেছে বিসিবি। ২০২৩ বিপিএল শুরু হবে আগামী ৫ জানুয়ারি থেকে। আর সেই আসরের পর্দা নামবে ১৬ ফেব্রুয়ারি। ২০২৪ বিপিএল শুরু হবে ৬ জানুয়ারি থেকে। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেই আসর। আর ২০২৫ সালের বিপিএল শুরু হবে ১ জানুয়ারি থেকে। আর সেটা পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।
আগামী তিন আসরের সবগুলো টুর্নামেন্টই এক মাসেরও বেশি সময় ধরে আয়োজিত হবে। আর সবগুলোই জানুয়ারি-ফেব্রুয়ারির সময়টাতে আয়োজন করবে বিসিবি। আর এতেই ফ্র্যাঞ্চাইজিগুলো কিছুটা স্বস্তিতে ফিরতে যাচ্ছে। কেননা আবারও লম্বা সময়ের জন্য ফিরতে পারার সুযোগ মিলছে। কম সময়ের জন্য হওয়ায় গেল দুই আসরে পুরোনোদের অনেকেই অংশ নেয়নি।
যেহেতু তিন বিপিএলের সূচি ঘোষণা করা হয়েছে। তাই এবার অন্তত টানা তিন মৌসুমের পরিকল্পনা করার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। পুরোনো আর তারকাবহুল ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদা ছিল এরকমই। যদিও সময়টা আরও বেশি চেয়েছিলেন তারা। তবুও খানিকটা স্বস্তিই মিলেছে তাদের।
এছাড়া এবার আগেভাগেই বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করবে বিসিবি। দল কেনার জন্য বিভিন্ন শর্ত ঠিক করে দিবে দ্রুতই। সেই শর্ত আগামী কয়েকদিনে চূড়ান্ত করে দল কিনতে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে দরপত্র আহ্বান করবে বিসিবি। এরপরই যাচাই বাছাই করে দল চূড়ান্ত করবে বিসিবি।
একেবারে শেষ মূহুর্তে গিয়ে সমস্যা না হয়, সেরকমই চিন্তা-ভাবনা বিসিবির। কেননা অতীতে এমন অসংখ্য ঘটনা রয়েছে। যদিও বিপিএল নিয়ে কথায় আর কাজে অনেকটাই ফারাক থেকে যায় বরাবর। এবার কী হবে, সেটা সময়ই বলে দিবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা