নিজস্ব প্রতিবেদকঃ চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে ঢাকায় আসছেন দাসুন শানাকা। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার খেলবেন রংপুর রাইডার্সের জার্সিতে। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি শানাকার সাথে চুক্তির খবরটি নিশ্চিত করেছে। মূলত একাধিক পাকিস্তানি ক্রিকেটার পিএসএল খেলতে চলে যাওয়ার কারণে নতুন করে বিদেশী ক্রিকেটারদের দলভুক্ত করতে হচ্ছে বিপিএল দলগুলোর।
বুধবার সকালে সিলেট স্ট্রাইকার্স তাদের পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমিরের বিকল্প হিসেবে আরেক পাকিস্তানি পেসারের নাম ঘোষণা করেছে। সরাসরি চুক্তিতে ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছে মোহাম্মদ ইরফানকে। এর আগেও বিপিএল মাতিয়েছেন তিনি। এছাড়া গুলবাদিন নাইবও আসছেন সিলেটের হয়ে খেলতে।
পিএসএলের আসন্ন মৌসুম শুরুর আগে পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএল ছেড়ে যাবেন। রংপুরের হারিস রউফ, শোয়েব মালিক ও মোহাম্মদ নওয়াজ দল ছাড়বেন শিগগিরই। তাদের বিকল্প হিসেবে শানাকাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া আফগান স্পিনার মুজিব উর রহমানও আসছেন। তিনিও খেলবেন রংপুরের জার্সিতে।
বিপিএলের সিলেট পর্ব শেষে ৮ ম্যাচে পাঁচ জয় নিয়ে রংপুর রাইডার্সের অবস্থান পয়েন্ট টেবিলের চারে। রংপুরের পরের ম্যাচ আগামী ৩ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ঢাকা ডমিনেটরস।
Discussion about this post