নিজস্ব প্রতিবেদকঃঃ পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএল ছাড়ছেন, শ্রীলঙ্কান ক্রিকেটাররা আসতে শুরু করেছেন। দুই শ্রীলঙ্কান ক্রিকেটার ঢাকায় পৌছেছেন।
রংপুর রাইডার্সের হয়ে খেলতে ভোরে ঢাকায় আছেন দাসুন শানাকা। ভোর রাতে তিনি শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌছান। ইতিমধ্যে টিম হোটেলেও পৌছেছেন এই ক্রিকেটার। রংপুরের জার্সিতে প্লে-অফে খেলবেন তিনি।
বরিশালের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ভানুকা রাজাপাকসে। গত রাতেই এই শ্রীলঙ্কান ক্রিকেটার শাহজালাল বিমানবন্দরে পৌছান। সাকিবদের দলের হয়ে প্লে-অফে খেলবেন তিনি।
বিপিএল খেলতে আসা পাকিস্তানি ক্রিকেটাররা চলে যাচ্ছেন। প্লে-অফের দলগুলো তাই অন্য দেশের বিদেশিদের আনতে শুরু করেছে।
Discussion about this post