স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল এক খেলোয়াড় গুরুতর আহত হয়েছেন। ময়মনসিংহে ফুবটল বিপিএলের দ্বিতীয় পর্বের খেলায় আজ শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
আজ শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হয় শেখ রাসেল ক্রীড়া চক্র।
এ ম্যাচের পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন চট্টগ্রাম আবাহনীর ফুটবলার রেজা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ময়মনসিংহের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগ সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন।
খেলার প্রথমার্ধের ৪৩ মিনিটের মাথায় চট্টগ্রাম আবাহনীর সীমানার ডান প্রান্তে বল নিতে গিয়ে শেখ রাসেলের রুমন হোসেনের সঙ্গে ধাক্কা খায় চট্টগ্রাম আবাহনীর রেজা। এতে বাম পায়ে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় রেজাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০