বিপিএলে এক ম্যাচ খেলে ফিরে গেলেন আন্দ্রে রাসেল

0
58

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে শিরোপা প্রত্যাশী দল ঢাকা ডায়নামইটসের হয়ে খেলতে এসে ছিলেন ক্যারিবীয়ান তারকা আন্দ্রে রাসেল। ঢাকার হয়ে এক ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েছেন।

ইনজুরির জন্য এই মুহুর্তে আর বিপিএল খেলা হচ্ছে না তার। এরই মধ্যে ফিরে গেছেন নিজ দেশে। চিকিৎসকের পরামর্শে কমপক্ষে এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে।

আন্দ্রে রাসেল ঢাকা ডায়নামাইটসের জার্সিতে মাত্র একটি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচেই বাউন্ডারিতে এক ক্যাচ নিতে গিয়ে উরুর পেশির টানে মাঠ ছাড়েন তিনি। ম্যাচটিতে মাত্র দু’ওভার বল করেন। তাতে দশ রান দিয়ে ব্যাথার কারণে আর মাঠে ফেরা হয়নি তার।

ওই ম্যাচে ঢাকা আট উইকেটে দারুণ জয় পাওয়ায় তাকে ব্যাটিংয়েও নামতে হয়নি। পরের দুই ম্যাচেওতার মাঠে নামা হয়নি। তৃতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে সাকিবরা মাঠে নামার আগেই নিজের দেশে ফিরে গেছেন রাসেল।

ঢাকার মিডিয়ার ম্যানেজার সংবাদ সম্মেলন কক্ষে জানালেন দুই সপ্তাহের জন্য ওয়েস্ট ইন্ডিজ ফিরে গেছেন ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডার।

রাসেল সম্পর্কে অধিনায়ক সাকিব আল হাসন বলেন, ‘রাসেলের হাল্কা চোট আছে। সে জ্যামাইকায় ফিরে গেছে। আশা করি সপ্তাহখানিকের মধ্যে সেরে উঠে আমাদের সঙ্গে যোগ দেবেন। টুর্নামেন্টের পরবর্তীতে সে আমাদের সঙ্গে যোগ দেবে এমনটাই জানি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here