স্পোর্টস ডেস্ক:: বিপিএল শুরু হয়ে চার ম্যাচ হয়ে গেছে। অথচ বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ ভাগ টাকা দিয়ে দেওয়ার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজিরা একটি টাকাও দেননি। পারিশ্রমিকের টাকা বকেয়া রেখেই ক্রিকেটাররা খেলছেন বিপিএলে। এনিয়ে আলোচনা-সমালোচনা চলছে বেশ।
তবে বোর্ড সভাপতি ফারুক আহমদ জানিয়েছেন, ক্রিকেটাররা পারিশ্রমিকের টাকা পাবেন। খেলোয়াড়দের টাকা পরিশোধ করতে তিনি ক্রিকেটারদের বলেছেন। ক্রিকেটাররা যে টাকা পাবেন না এরকমটা নয়, বলেও জানিয়েছেন ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ কর্তা।
বোর্ড সভাপতি ফারুক আহমদের আশা ক্রিকেটাররা তাদের সব টাকাই পাবেন। মিরপুরের হোম অব ক্রিকেটে বুধবার সাংবাদিকদের তিনি বলেন, , ‘আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, ফ্র্যাঞ্চাইজিদের বলছি (খেলোয়াড়দের টাকার ব্যাপারে), প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে সরাসরি কথা বলছি। ফ্রাঞ্চাইজিরা যাতে না মনে করে বোর্ডই শুধু দেখবে, ফ্রাঞ্চাইজিরা কিন্তু আমাদের পার্টনার।’
খেলোয়াড়দের টাকা সময় মতো দিয়ে দিতে ফ্র্যাঞ্চাইজিদের বলা হয়েছে জানিয়ে ফারুক আহমদ বলেন, ‘আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন, এটা নয় কেন, এই উত্তর কিন্তু আমি এক কথায় দিতে পারব না। এর মানে এই না যে প্লেয়াররা পয়সা পাবে না। গত চার মাসের পরিস্থিতি দেখতে হবে।’
বিপিএলের নিয়ম অনুযায়ী দলে নেওয়া ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ ভাগ টাকা বিপিএল শুরুর আগেই দিয়ে দিতে হয় ফ্র্যাঞ্চাইজি। বিপিএল চলাকালে ২৫ ভাগ এবং বিপিএল শেষে বাকী ২৫ ভাগ টাকা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। সেখানে ফ্র্যাঞ্চাইজিরা এখনো কোনো টাকাই দেননি।
ফ্র্যাঞ্চাইজিরা টাকা না দিলে ক্রিকেট বোর্ডকেই সেই টাকা পরিশোধ করতে হয়। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডের সবশেষ বিপিএলের ক্রিকেটারদের বেশ পাওনা ছিলো। এই বিপিএল শুরুর আগে বিসিবির বর্তমান পরিষদকে আগের সেই টাকা পরিশোধ করতে হয়েছে।
বকেয়া টাকা পরিশোধের সুবিধার্থে ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নিয়ে থাকে। কিন্তুু এবারের বিপিএলে অংশ নেওয়া দলগুলোর মধ্যে মাত্র একটি দলই ব্যাংক গ্যারান্টি দিয়েছে। ফরচুন বরিশাল ছাড়া আর কেউই ব্যাংক গ্যারান্টি দেয়নি বিসিবিকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০