স্পোর্টস ডেস্কঃ আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আর চলতি মাসের ২৩ তারিখে অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট। তবে ড্রাফটের আগেই খুলনা টাইগার্স দলে নিয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলনা ফ্র্যাঞ্চাইজ লিখেছে, ‘আসুন আমরা জনাব খান সাহেব দ্য ড্যাশার, তামিম ইকবালকে স্বাগত জানাই। তিনি প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সের প্রথম অফিসিয়াল খেলোয়াড়। তিনি আমাদের দলের আইকন প্লেয়ারও।’
এদিকে ড্রাফটের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো বেশকিছু বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। যেমন পাকিস্তানের মোহাম্মদ হারিস খেলবেন সিলেটের হয়ে। এ ছাড়া আফগান মারকুটে ব্যাটার ইব্রাহিম জাদরানকে দলে নিয়েছে ফরচুন বরিশাল।
রংপুর রাইডার্স চুক্তি করেছে পাকিস্তানের শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজার সঙ্গে। এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের দলে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তানি তারকা শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০