বিপিএলে খেলবেন যে সাত ইংলিশ ক্রিকেটার

0
42

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের চতুর্থ অাসরে বিদেশী খেলোয়াড়দের তালিকায় তৃতীয় সর্বোচ্চ খেলোয়াড় অংশগ্রহণ করবে ইংল্যান্ডের।

তাদের সংখ্যা সাত জন, তবে গত আসরের তুলনায় বেড়েছে তিন জন। একমাত্র রবি বোপারা ছাড়া, বাকি সবাই ইংলিশ কাউন্টি লিগ খেলা এবং বিশ্বের অন্যান্য ফ্রাইঞ্চজি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে।

দেখে নেওয়া যাক একনজরে সাত ইংলিশ ক্রিকেটারের প্রোফাইল –

রবি বোপারা : ৩৮টি টি-২০ অান্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। দুদার্ন্ত ব্যাটিং এবং বোলিংয়ের জন্য যে কোন দলের জন্য তিনি অটো চয়েস। এবারের লিগে তিনি খেলবেন ঢাকা ডায়ানামাইটসের হয়ে।

টাইলস মিলস : ইংল্যান্ডের জার্সি গায়ে মোটে একটি টি-২০ খেলার অভিজ্ঞতা রয়েছে। মূলত পেস বোলার হিসেবেই চিটাগাং ভাইকিংস তাকে দলে ভিড়িয়েছে।

রিকি ওয়েলস : ১৫০ টির বেশি ঘরোয়া টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই উইকেট কিপার ব্যাটসম্যানের । এবারের বিপিএলে তিনি খেলবেন খুলনা টাইটার্নসের হয়ে।

জশুয়া কব : বিপিএল ক্রিকেটে পরিচিত মুখ, আগের অাসর গুলোতে অংশগ্রহণ করা এই ইংলিশ ক্রিকেটার খেলবেন বরিশাল বুলসের হয়ে। তিনি ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলে খেলেছেন।

জেমস গ্লেসন : কাউন্টি লিগে খেলা নর্দামটনের এই পেসার খেলবেন রংপুর রাইর্ডাসের হয়ে।

সামিদ প্যাটেল : ইংনিসের শেষ দিকে ব্যাটে ঝড় তোলা আর কার্যকরি অফস্পিনার  রাজশাহী কিংসে।

এই তালিকায় সবার শেষে আছেন  বেনি হায়েলস : কাউন্টি ক্রিকেটের এই কার্যকরী বোলার খেলবেন খুলনা টাইটার্নসের হয়ে।

বিপিএলে  সাত ইংলিশ ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ দুই জনকে দলে ভিড়িয়েছে খুলনা টাইটার্নস।

উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর মাঠে গড়াবে বিপিএল ক্রিকেটের চতুর্থ আসর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here