স্পোর্টস ডেস্কঃ আগামী বিপিএলে খেলা হচ্ছে না নাসির হোসেনের। দেশের জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর। তার আগে ক্রিকেটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার প্রকাশিত সেই তালিকায় জায়গা হয়নি নাসিরের।
মূলত দুর্নীতির অভিযোগ আনা হয় নাসিরের বিরুদ্ধে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে ২০২১ সালের এক ম্যাচে দুর্নীতির চেষ্টা করা হয়েছিল, যদিও সেটি ব্যাহত হয়। এ জন্য নাসিরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আনে আইসিসি। গত ১৯ সেপ্টেম্বরের আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
এবারের বিপিএল প্লেয়ার্স ড্রাফটে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদেরকে ভাগ করা হয়েছে সাতটি ক্যাটেগরিতে। একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ’ ক্যাটেগরিতে থাকছেন মুশফিকুর রহিম। তার পারিশ্রমিকের পরিমাণ ৮০ লাখ টাকা। ‘বি’ ক্যাটেগরিতে আছেন চার জন ক্রিকেটার।
‘সি’ ক্যাটেগরিতে আছেন ১৮ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা। ‘ডি’ ক্যাটেগরিতে আছেন ৩১ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ২০ লাখ টাকা। সবচেয়ে বেশি ৭৫ জন ক্রিকেটার আছেন ‘ই’ ক্যাটেগরিতে। তাদের পারিশ্রমিক ১৫ লাখ টাকা। এছাড়া ‘এফ’ ক্যাটাগরিতে আছেন ২৯ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ১০ লাখ টাকা। সর্বনিম্ন ‘জি’ ক্যাটেগরিতে আছেন ৪৫ জন ক্রিকেটার৷ এই ক্যাটেগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫ লাখ টাকা।
এদিকে নাসিরকে ড্রাফটে না রাখা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘আমরা তাঁকে (নাসির) বিপিএল ড্রাফটের তালিকায় রাখিনি। আইসিসি ক্লিয়ার না করা পর্যন্ত বাংলাদেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টে সে খেলতে পারবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post