বিপিএলে চার্লসের ঠিকানা কুমিল্লা ভিক্টোরিয়ান্স

0
26

স্পোর্টস ডেস্কঃ আবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলবেন জনসন চার্লস। উইন্ডিজের এই তারকা ক্রিকেটার এর আগেও বিপিএল খেলেছেন কুমিল্লার জার্সিতে। এবার সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করেছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

কুমিল্লা জার্সিতে খেলবেন রশিদ খানও। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। ২০১৬ সালে কুমিল্লার হয়েই রশিদের বিপিএল অভিষেক হয়। সেবার ৭ ম্যাচে তার শিকার ছিল ৬ উইকেট। পরের আসরে একই দলের হয়ে ২২ গজ মাতান তিনি। এবার ৮ ম্যাচে নেন ১৩ উইকেট। এরপরই সাড়া ফেলেন ক্রিকেট দুনিয়ায়। এবার বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে আবারও তাকে দলে টেনেছে কুমিল্লা।

এদিকে ইতোমধ্যে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছিল কুমিল্লা। একই দিনে ফ্র্যাঞ্জাইজিটি ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকেও দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছিল কুমিল্লা।

আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে বিপিএলে হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে সেটি আপাতত হচ্ছে না। ধারণা করা হচ্ছে নির্বাচনের পর অর্থাৎ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পর্দা উঠতে পারে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। এর আগে ২৪ সেপ্টেম্বর রেডিসন ব্লুতে হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here