স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের আসরে দু’জনেই থাকছেন। পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদী, সাবেক কিংবদন্তী শহীদ আফ্রিদী, দু’জনেই আছেন বিপিএলে। খেলোয়াড়ী জীবনে বিপিএল খেলা শহীদ আফ্রিদী এবার এসেছেন মেন্টরের দায়িত্ব নিয়ে। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মেন্টরের দায়িত্ব পালন করবেন এই পাকিস্তানী সাবেক ক্রিকেটার।
অন্যদিকে প্রথমবার বিপিএল খেলতে আসছেন শহীদ আফ্রিদীর মেয়ে জামাই শাহিন শাহ আফ্রিদী। তিনি খেলবেন ফরচুল বরিশালের হয়ে। জামাই-শ্বশুরের দ্বৈরথ তাই থাকছে বিপিএলে। যদিও সেটা মাঠে নয়। শনিবার বরিশালের হয়ে সংবাদ মাধ্যমে আসেন শাহিন আফ্রিদী। সেখানেই উঠলো জামাল-শ্বশুরের দ্বৈরথ।
শ্বশুর শহীদ আফ্রিদীর প্রসঙ্গ উঠতে মেয়ে জামাই শহীন শাহ আফ্রিদী বলেন, ‘‘দুই দিন আগে আমরা একসঙ্গে ব্যাডমিন্টন খেলেছি (হাসি)। খুব ভালো ব্যাপার এটি। আমার জন্য ভালো বিষয় হলো, তিনি খেলছেন না। তাই মাঠে আমাদের মোকাবিলা করতে হবে না। তিনি মেন্টর হিসেবে আসছেন। আমি আশা করি বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’’
শুক্রবার রাতে ঢাকায় আসেন শাহিন আফ্রিদী। শনিবার দলের অনুশীলন শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে। বিপিএলে খেলতে পেরে রোমাঞ্চিত জানিয়ে এই পেসার বলেন, ‘বাংলাদেশ লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই (তামিম ইকবাল) যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি এক্সাইটেড। আপাতত সামনে তাকিয়ে। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি আমি এখানে ভালো খেলতে পারবো।’
নিজে বড় তারকা নন, বাংলাদেশীরাই বড় তারকা জানিয়ে শাহিন আফ্রিদী আরো বলেন, ‘সত্যি বলতে আমি কোনো তারকা নই। বাংলাদেশের আরও অনেকে খেলছে। তামিম খেলছে। জাতীয় দলের সবাই খেলছে। আমার জন্য এবং আপনাদের জন্যও নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে আছি এবং দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করবো। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করবো।’
বিপিএল খেলতে এসে বাংলাদেশী পেসারদের প্রশংসা করেছেন পাকিস্তানের এই পেসার। বলেন, ‘বাংলাদেশের ফাস্ট বোলিং বিভাগ খুব ভালো। আমি তাসকিনের কথা বলতে পারি। এখন বাংলাদেশের ফাস্ট বোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেন। তরুণ বোলার (নাহিদ) রানা, সে খুব ভালো বোলিং করেছে। তার গতি আছে, লম্বা বোলার। আমার মতে, ভবিষ্যতের জন্য বাংলাদেশের অনেক ফাস্ট বোলার উঠে আসছে। তাদের যথাযথ দিকনির্দেশনা দিয়ে লাল বলের ক্রিকেট খেলার জন্য তৈরি করতে হবে। কারণ লাল বলের ক্রিকেট খেলেই আপনি বেশি উন্নতি করতে পারবেন।’
তামিম ইকবালের ফোনে বিপিএলে আসছেন জানিয়ে তিনি বলেন, ‘আমার জন্য তো তামিম ইকবালের ফোন কল। আমি অনেক বছর ধরে বিপিএল দেখছি। খুব ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে খেলে আমাদের অনেক শেখার আছে। যখন পাকিস্তানের হয়ে ভবিষ্যতে খেলতে আসবো। আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারবো। আমি জানি, অনেক পাকিস্তানি এখানে খেলে। আমি প্রথমবার খেলবো। দেখা যাক, ক্রিকেট কেমন হয়। এরপর আমি তুলনা করতে পারবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০