নিজস্ব প্রতিবেদকঃ পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফের বদলি হিসেবে বিপিএল খেলতে আসছেন জেসন হোল্ডার। এক বিবৃতিতে ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে দলে নেওয়ার খবর জানিয়েছে খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি।
টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ অভিজ্ঞ হোল্ডার। এখনও পর্যন্ত ২৪২ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১৬ গড়ে করেছেন ২ হাজার ৯২ রান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৩৮ উইকেট। বর্তমানে তিনি জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলছেন।
হোল্ডারকে নেওয়ার খবরটি আজ নিজেদের ফেসবুক পেজে দিয়েছে খুলনা টাইগার্স। একটি ভিডিও কার্ডে হোল্ডারের ছবি দিয়ে লিখেছে, ‘ডেরায় স্বাগতম, জেসন। দ্য প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স তাদের স্কোয়াডের শক্তি বাড়িয়েছে শক্তিশালী অলরাউন্ডার জেসন হোল্ডারকে যোগ করে।’
চলতি বিপিএলে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে খুলনা। সবশেষ তারা শুক্রবার হেরেছে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। মিরপুরে আজ আগে ব্যাট করে ১৫৩ রান করে খুলনা। রান তাড়ায় হ্যারি টেক্টর ও রায়ান বার্লের ব্যাটে ৫ উইকেটের বড় জয় পায় সিলেট। এদিকে হোল্ডার কবে যোগ দেবেন বিপিএলে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায় নি খুলনা ফ্র্যাঞ্চাইজি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post