বিপিএলে তিন ক্রিকেটারকে অনুমতি দিচ্ছে না পাকিস্তান

0
38

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের চতুর্থ আসর খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন ১৮ জন পাকিস্তানী ক্রিকেটার। বিপিএলে অংশ গ্রহনের জন্য ১৮ জনের মধ্যে ১৫ জনকে অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তুু তিন জন ক্রিকেটারকে অনুমতি দেয়নি পিসিবি।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলের চতুর্থ আসরের মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আগামী ৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের চতুর্থ আসর। মোট ১৮ পাকিস্তানি ক্রিকেটার বিপিএলের আসরে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেন। তাতে তিন ক্রিকেটারকে এনওসি দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

প্রিমিয়ার লিগ ক্রিকেটের নতুন আসরে খেলার অনুমতি পাননি পাকিস্তানের মিডলঅর্ডার ব্যাটসম্যান বাবর আজম, ওপেনার শারজীল খান এবং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।

পিসিবি সূত্র জানায়, অনুমতি না পাওয়া (এনওসি না পাওয়া) এই তিন ক্রিকেটার পাকিস্তানের আসন্ন নিউজিল্যান্ড সফরের টেস্টের জন্য বিবেচিত হতে পারেন।

অনুমতি পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন শহীদ আফ্রিদি, সোয়েব মালিক, আহমেদ শাহজাদ, উমর আকমল, ইমাদ ওয়াসিম।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here