নিজস্ব প্রতিবেদকঃ চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলবেন রাসি ফন ডার ডুসেন। প্রোটিয়া এই টপ অর্ডার ব্যাটারের সঙ্গে চুক্তির খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারের বিপিএলে এরই মধ্যে চার ম্যাচ খেলে ফেলেছে রংপুর। এর মধ্যে দুটি করে হার ও জয় দিয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে রয়েছে নুরুল হাসান সোহানের দল।
রংপুরের চলতি বিপিএলে দারুণ খেলছেন দুই বিদেশি বাবর আজম ও আজমতউল্লাহ ওমরজাই। ডুসেনকে দলে নিলেও এখনই যে তাকে পাচ্ছে না রংপুর, সেটা অনেকটাই নিশ্চিত। কারণ বর্তমানে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে এসএ টোয়েন্টিতে ব্যস্ত সময় পার করছেন এই টপ অর্ডার ব্যাটার। স্থানীয় সেই লিগ শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এই আসর শেষ করে বিপিএলে যোগ দিতে পারেন ডুসেন।
রংপুর রাইডার্স স্কোয়াড-
সরাসরি চুক্তিতে: নুরুল হাসান সোহান (অধিনায়ক), শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিসাংকা (শ্রীলঙ্কা), হারিস রউফ(পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।
ড্রাফট থেকে দেশি: শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।
ড্রাফট থেকে বিদেশি: আজমাতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post