স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড সিরিজের পরেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। আগামি ৪ নভেম্বর মাঠে গড়ানোর কথা বিপিএলের এবারের আসর। এরই মধ্যে বিপিএলে অংশ গ্রহণকারী সাত ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গঠন করে ফেলেছে। নিয়োগ দিয়েছে দেশী-বিদেশী কোচ।
বিপিএলে সাতটি দলের মধ্যে দু’টি দল নিয়োগ দিয়েছে দু’জন বিদেশী কোচ। আর পাঁচটি দল আস্থা রেখেছে দেশীয় কোচদের উপরেই।
বরিশাল বুলস নিয়োগ দিয়েছে বিদেশী কোচ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ – ডেভ হোয়াইটমোর দলটির দায়িত্ব নিয়েছেন। খুলনা টাইটানস নিয়োগ দিয়েছে টাইগারদের সাবেক আরেক কোচ স্টুয়ার্ট লকে।
এই দুই দল ছাড়া বাকি পাঁচ দলে রয়েছেন দেশের শীর্ষ স্থানীয় পাঁচ কোচ। ঢাকা ডায়নোমাইটস’র কোচ হলেন জাতয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।
চিটাগাং ভাইকিংসে আছেন মো : সালাহউদ্দিন, রংপুর রাইডার্সে জাভেদ উমর বেলীম, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মিজানুর রহমান বাবলু, রাজশাহী কিংসে সারোয়ার ইমরান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪