নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ধারাভাষ্য নিয়ে সমর্থকদের কিছুটা অসন্তুুষ্টি থাকেই। তবে এবার টিভি পর্দায় বিপিএলকে আরো প্রাণবন্ত করতে সব চেষ্টাই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেজন্যই প্রায় পাঁচ বছর বিপিএল বিপিএল কমেন্টিতে ফিরেছেন নিউজিল্যান্ডের বিখ্যাত ধারাভাষ্যকার ড্যানি মরিসন।
বিসিবি বিপিএলের জন্য ৯ সদস্যের ধারাভাষ্য প্যানেল রয়েছে। দেশী চারজন ধারাভাষ্যকারের সঙ্গে আছেন বিদেশী পাঁচজন ধারাভাষ্যকার। বিপিএলের নিয়মিত মুখগুলোতে থাকছেই কমেন্টি বক্সে।
ভয়েস অফ বাংলাদেশ খ্যাত আতহার আলী খান স্বাভাবিক ভাবেই আছেন বিপিএলের ধারাভাষ্যে। তার সঙ্গে চেনা কণ্ঠ শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমিও আছেন বিপিএলের কমেন্টিতে।
আতহার আলী বাংলাদেশের সব স্মরণীয় জয়ের সাক্ষী। তার কণ্ঠেই সমর্থকেরা শুনেছেন টাইগারদের বিজয়গাঁথা সব জয়ের গল্প। পুরনো শামীম আশরাফ চৌধুরীও এখন বেশ অভিজ্ঞ। নতুন মুখ হলেও সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমিও দ্রুতই মানিয়ে নিয়েছেন কমেন্টি বক্সে। সমর্থকদের কাছেও প্রিয় হয়ে উঠছেন তারা্
ধারাভাষ্য প্যানেলে বিদেশীদের মধ্যে বড় চমক ড্যানি মরিসন। পাঁচ বছর পর পুনরায় বিপিএলে আসছেন তিনি। টিনো মায়োয়ো, আমির সোহেল ও এইচডি আকারম্যানের সাথে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক ক্রিকেটার স্যার কার্টলি আমব্রোস।
আগামি ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের একাদশতম আসর। বিসিবির সব প্রস্তুুতি শেষের পথে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০