নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন মাইলফলক গড়েছেন তামিম ইকবাল। বিপিএলের ইতিহাসে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন তিনি। সোমবার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেই এমন মাইলফলকে নাম লেখান ফরচুন বরিশালের অধিনায়ক।
বিপিএলের ইতিহাসে অষ্টম ক্রিকেটার হিসেবে একশ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন তামিম। তবে মাইলফলক স্পর্শ করার ম্যাচে চেষ্টা করেও বড় ইনিংস খেলতে পারেননি এই ড্যাশিং ওপেনার। দারুণ শুরুর পর ২০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন এক সময়ের প্রিয় বন্ধু সাকিব আল হাসানের বলে। যদিও দুজনের সম্পর্কটা এখন একদমই ভালো নেই।
একশ বার এর বেশি ম্যাচ খেলার তালিকায় ১২২ ম্যাচে খেলা মুশফিকুর রহিম সবার উপরে আছেন। ১১৭ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে আছেন এনামুল হক বিজয়, ১১৫ ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থান তৃতীয়। এছাড়া ইমরুল কায়েস ১১১, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন ও মাশরাফী বিন মোর্ত্তাজা সমান ১১০ ম্যাচ করে খেলেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post