নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন মালিকানা পেয়েছে ঢাকা। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রগতি অটো রাইস মিল লিমিটেডকে। একইসাথে নতুন মালিক হিসেবে রূপা ফ্যাব্রিকসের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে তিন বছরের জন্য ৭টি ফ্র্যাঞ্চাইজিকে দায়িত্ব দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। যেখানে ছিল প্রগতি অটো রাইস মিল লিমিটেডও। গেল আসরে সিলেটের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেলেও, এবারের বিপিএলে ঢাকার মালিকানা পেয়েছিল প্রতিষ্ঠানটি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার নির্দেশনা দিয়েছিল গভর্নিং কাউন্সিল।
কিন্তু প্রগতি অটো রাইস মিল লিমিটেড সেই অর্থ জমা দিতে পারেনি নির্ধারিত সময়ের মধ্যে। আর তাই নতুন মালিক বেঁছে নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আর সেই মালিক হিসেবে রূপা ফ্যাব্রিকসকে নিল বিপিএল গভর্নিং কাউন্সিল। ঢাকার মালিক হিসেবে এখন থেকে আগামী তিন মৌসুমে দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
উল্লেখ্য, চলতি নভেম্বরেই হতে পারে বিপিএলের নিলাম। সম্ভাব্য তারিখ ২৩ নভেম্বর। আর আগামী ৬ জানুয়ারি থেকে পর্দা উঠবে বিপিএলের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা