বিপিএলে পাকিস্তানি পেসারকে দলে ভেড়াল সাকিবের বরিশাল

0
97

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একের পর এক বিদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ হচ্ছেন। যাদের বেশিরভাগই পাকিস্তানি। এবার বিপিএলে নাম লেখালেন আরও একজন পাকিস্তানি ক্রিকেটার। তিনি হলেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

২১ বছর বয়সী ওয়াসিম মূলত একজন পেসার। ডানহাতি এই বোলার বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন। দলের সাথে অস্ট্রেলিয়ায় আছেন তিনি। আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিপিএলে দেখা যাবে ওয়াসিমকে। তাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।

নিজেদের ষষ্ঠ বিদেশি ক্রিকেটার হিসেবে ওয়াসিমকে ঢেরায় নিয়েছেন বরিশাল। বিষয়টি নিশ্চিত করেছে তারা। এর আগে গেল আসরের মতো এবারও সাকিব আল হাসানকে ধরে রাখার কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া ক্রিস গেইলও খেলবেন এবারের মৌসুমে।

এই দুই তারকার বাইরেও, উইন্ডিজের স্পিন অলরান্ডার রাখিম কর্নওয়াল, আফগানিস্তানের নজিবউল্লাহ জাদরান, করিম জানাত ও পাকিস্তানের ইফতেখার আহমেদকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। এবার আরেক পাকিস্তানি ওয়াসিম জুনিয়রকে ঢেরায় ভেড়াল তারা। সব মিলিয়ে সরাসরি চুক্তিতে বরিশালের এটি সপ্তম ক্রিকেটার সংযোজন। নতুন আসরে বেশ আটঘাট বেঁধেই মাঠে নামছে বর্তমান রানার্সআপরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here