বিপিএলে প্রথম ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস

    0
    50

    স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড সিরিজের পরপরই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। আগামি ৪ নভেম্বর মিরপুরের হোম অব ক্রিকেটে পর্দা উঠবে দেশের এই ঘরোয়া জমজমাট ক্রিকেট আসরের।

    প্রথম দিনেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের প্রতিপক্ষ বিপিএলে ফেরা রাজশাহী কিংস। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

    ইতিমধ্যে এই টুর্নামেন্টকে সামনে রেখে চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে।  প্রথম ম্যাচে মাশরাফির কুমিল্লা-রাজশাহী ছাড়াও মাঠে নামবে  রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস। সন্ধ্যা ৭টায় শুরু হবে তাদের ম্যাচটি।

    এবারও প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায় ও সন্ধ্যা সাতটায়। দুই ভেন্যুতে অনুষ্টিত হবে ক্রিকেট বিপিএলের ম্যাচ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে বিপিএলের আয়োজন।

    বিপিএল হবে ডাবল লিগ পদ্ধতিতে। এই পদ্ধতিতে মোট ম্যাচের সংখ্যা ৪৬ টি। মোট ৩৭ দিনের এই টুর্নামেন্টে বিরতি আছে ১২ দিন করে। বিপিএলের সবগুলো ম্যাচ দেখা যাবে সরাসরি দেখা যাবে চ্যানেল নাইনের পর্দায়।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here