স্পোর্টস ডেস্ক:: বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে তোলপাড়। এরই মধ্যে ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার সন্দেহে দুর্বার রাজশাহীকে নেতৃত্ব দেওয়া এনামুল হক বিজয়ের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিপিএলে বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। গণমাধ্যমে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে খবরও বেরিয়েছে।
ফিক্সিং নিয়ে সন্দেহ, অভিযোগ উঠার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন বিভাগ আকসু এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে অনুরোধ জানায়। এরপরই বিজয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিমানবন্দর, ইমিগ্রেশন পোস্টগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পৌছেও দেওয়া হচ্ছে।
দেশের শীর্ষ একটি গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। অভিযোগ উঠেছে, রাজশাহীসহ বিপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটার স্পট ফিক্সিংয়ে জড়িত। গত বছরের ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএলের একাধিক ম্যাচে সন্দেহজনক নানা ঘটনা ঘটেছে।
বিপিএল শেষ হওয়ার আগেই আলোচনায় স্পট ফিক্সিংয়ের ঘটনা। প্রিমিয়ার লিগ চলাকালেই আকসু ফিক্সিংয়ের অভিযোগের বিষয়টি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে বিভিন্ন গণমাধ্যমে। এমনকি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিকও বিপিএলে ফিক্সিংয়ের মতো ঘটনা ঘটছে বলে সন্দেহ প্রকাশ করেছেন ইতিমধ্যে।
এনামুল হক বিজয় রাজশাহীর অধিনায়ক ছিলেন। ১৯ জানুয়ারি দুর্বার রাজশাহী তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়। সে সময় জানানো হয়েছিলো বিজয়কে ব্যাটিংয়ে আরো মনযোগী করতেই এমন সিদ্ধান্ত। নতুন অধিনায়ক করা হয় তাসকিন আহমদকে। তাসকিনের নেতৃত্বে পরে লড়াইয়ে ফিরে রাজশাহী। কয়েকটি ম্যাচ জিতে প্লে-অফের সম্ভাবনাও জাগিয়ে তুলে।
বিপিএলে দুর্বার রাজশাহী ১২ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে। আজ ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্সের ম্যাচ শেষেই রাজশাহীর প্লে-অফ ভাগ্য নির্ধারণ হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০