নিজস্ব প্রতিবেদকঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরে আসছেন শোয়েব মালিক। ফরচুন বরিশালের এই ক্রিকেটার বিপিএলের মাঝপথেই উড়াল দিয়েছিলেন দুবাইয়ে। তবে সেখানকার কাজ শেষ করে আবারও বরিশালের সাথে যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২৯ রান করেছেন মালিক, দুটি ইনিংসে ছিলেন অপরাজিত। ২ ম্যাচে বোলিং করে নেন ১ উইকেট। এদিকে টানা ৩ ম্যাচ হারের পর অবশেষে গতকাল জয়ের দেখা পেয়েছে তামিম ইকবালের বরিশাল। পয়েন্ট তালিকার পাঁচে থাকা দলটির পরের ম্যাচ ৩ ফেব্রুয়ারি খুলনার বিপক্ষে। মালিক সিলেটে আসবেন সে ম্যাচের আগের দিন।
এর আগে ২৩ জানুয়ারি রাতে আচমকা পারিবারিক কারণে ঢাকা ছাড়েন মালিক। ফলে তার জায়গায় নতুন করে নেওয়া হয় আরেক পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদকে। যিনি দুই ইনিংসে করেন ৩৯ ও ৬৬ রান। এর আগে চলতি বিপিএলে মালিককে আর দেখা যাবে না বলেও শোনা গিয়েছিল। তবে সেই শঙ্কা উড়িয়ে এবার নতুন করে মালিকের আগমনের বার্তা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বরিশাল দলে যোগ দিলেও খুব বেশি দিন পাওয়া যাবে না মালিককে। ১৭ ফেব্রুয়ারি থেকে পিএসএল শুরু হওয়ায় দ্রুতই ফিরতে হবে তাকে। অবশ্য বরিশালের আরেক পাকিস্তানি শেহজাদ দল পান নি আসন্ন পিএসএল। যার কারণে তিনি খেলতে পারেন বিপিএলের শেষ পর্যন্ত। আসন্ন পিএসএলের ড্রাফটে দল না পাওয়া শেহজাদ রাগে-অভিমানে পিএসএল থেকে অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন। অবশ্য বিপিএলে উড়ন্ত ফর্মে আছেন এই ওপেনার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post