নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে সিলেটের দল নেই। সাতটি দল অংশ গ্রহণ করলেও কোন দলেই নেই সিলেটের কারো মালিকানা। ফলে এবারের বিপিএলে সিলেটের মাত্র ৬ জন খেলোয়াড় দল পেয়েছেন।
বিপিএলে এখনো মাঠে নামার অপেক্ষায় আছেন আরো দুই ক্রিকেটার আবু জায়েদ চৌধুরী রাহি ও নাবিল সামাদ। তারকা খচিত দল ঢাকা ডায়নামাইটসে শেষ মুহুর্তে যোগ দিয়েছেন সিলেটের রাহী। এখনো দলটির হয়ে কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। সাইড বেঞ্চে বসেই সময় পার করছেন।
গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলছেন নাবিল সামাদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে এখনো মাঠে নামা হয়নি নাবিল সামাদের। তারকায় ভরপুর মাশরাফির দলটিতে বসেই থাকতে হচ্ছে নাবিল সামাদকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের সিলেটের এ’দুজন ক্রিকেটার মাঠের নামায় অপেক্ষায় রয়েছেন। বিপিএল দল পেলেও খেলা হচ্ছে না ইবাদতের। ইনজুরিতে পড়ে তিনি মাঠের বাইরে আছেন। দল পাওয়া অন্যরা বিপিএলের ময়দানি লড়াইয়ে নেমে গেছেন ইতিমধ্যে।
দল পাওয়া ৬ জন খেলোয়াড়ের মধ্যে মাঠে নেমেছেন মাত্র তিন জন। খুলনা টাইটান্সে অলপ কাপালী, চিটগাং ভাইকিংসে জাকির হাসান ও রাজশাহীর হয়ে মাঠে নেমেছেন আবুল হাসান রাজু।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০