নিজস্ব প্রতিবেদক: গত বছরই সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন শিপ খেলেই নজড় কেড়ে ছিলেন সবার। এরপরই সোজা দেশের ঐতিহবাহী ক্লাব ঢাকা আবাহনীতে সিলেটের তরুণ ফুটবলার সাদ উদ্দিন।
সাফ ফুটবলে পায়ের জাদুতে ফুটবল বোদ্ধাদের নজড় কেড়ে ছিলেন সিলেটের সাদ। তার গোলেই সেমিফাইনাল বাঁধা পেরিয়ে প্রথম বারের মত কিশোরদের শিরোপা জয়ী হয় বাংলাদেশ।
কিন্তু এতদিন সুযোগ মিলেনি মাঠে নামার। সাফ ফুটবলের পর দেশের বড় এই ঐতিহ্যবাহী দলটিতে যোগ দিয়ে দিনের পর দিন তিনি বসে ছিলেন সাইড বেঞ্চে। দিনের পর দিন তারকাদের ভীড়ে বসে থাকতে হয়েছে সিলেটের এই তরুণ ফুটবলারকে।
তবে সুযোগ পেয়েই বাজিমাত করলেন তিনি। সোমবার দেশের ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (ফুটবল বিপিএল) প্রথম গোলের দেখা পেয়েছেন সাদ।
আবাহনীর কোচ জর্জ কোটান শেষ মুহুর্তে মাঠে নামিয়ে ছিলেন সাদকে। ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার মাত্র ৫ মিনিট আগে মাঠে নামেন সাদ। নেমেই করেন বাজিমাত। খেলার শেষ মিনিটে দুর্দান্ত এক শটে বল জড়ান ফেনী সকার ক্লাবের জালে।
আবাহনীর খেলোয়াড় লি ট্রাকের ফ্রি কিক বারে লেগে ফিরে আসে। মুহুর্তেই সাদ উদ্দিন বলের নিয়ন্ত্রণ নিয়ে সরাসরি বল পাঠান জালে। এটাই প্রিমিয়ার লিগে সাদের প্রথম গোল।
এদিন সাদের দল ঢাকা আবাহনী জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। দলের বিদেশী খেলোয়াড় সানডে করেছেন হেট্টিক। এছাড়াও জুয়েল করেন একটি গোল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০