স্পোর্টস ডেস্ক: বিপিএলের দ্বিতীয় দিনের খেলায় মাঠে নেমেছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। টস জিতে সাব্বিরের রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিং নেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফিল্ডিংয়ে নেমেই খুলনার হয়ে মেহেদী হাসান মিরাজ উইকেট শিকার করেন।
ইংল্যান্ড সিরিজের পারফর্ম ধারাবাহিকতা বজায় রেখে মিরাজ রাজশাহী কিংসের হয়ে নিজের প্রথম ওভারেই উইকেট উদযাপনে মাতেন। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের (১৪) স্ট্যাম্প ভাঙেন মিরাজ। চতুর্থ ওভারের মাথায় দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় খুলনা টাইটান্স।
খুলনার সংগ্রহ পাঁচ ওভার শেষে এক উইকেটে ৩২। ওপেনার আব্দুল মজিদ ৬ ও রিকি উইসেলস ৮ রানে ব্যাট করছেন।
খুলনা একাদশ: আব্দুল মজিদ, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শুভাগত হোম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), অলপ কাপালি, মোশাররফ হোসেন রুবেল, রিকি উইসেলস, মোহাম্মদ আসগর, জুনাইদ খান, শফিউল ইসলাম।
রাজশাহী একাদশ: সাব্বির রহমান, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, আবুল হাসান, ড্যারেন স্যামি (অধিনায়ক), সামিত প্যাটেল, উমর আকমল, মোহাম্মদ সামি।