স্পোর্টস ডেস্কঃ আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। আগামী বছরের শুরুতেই দেশে অনুষ্ঠিত হওয়ার কথা জাতীয় নির্বাচন। তাই নির্ধারিত সূচিতে মাঠে গড়াবে না বিপিএল। তবে আসর শুরুর তারিখে পরিবর্তন হওয়ার আগে দলবদল করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিপিএলের আসন্ন আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের এক সদস্য। রংপুরের হয়ে এর আগেও খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার দুই বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন তিনি। সবশেষ আসরে সাকিব খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে।
বিপিএলের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার সাকিব। ব্যাট-বলে সমানতালে ছড়িয়েছেন দ্যুতি। এখন পর্যন্ত দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে সাকিবের রান ২১৪২। বোলিংয়েও কম যাননি তিনি। ১৩২টি উইকেট পেয়েছেন তিনি। ইকোনমি মাত্র ৬.৫২। পাঁচ উইকেটও পেয়েছেন একবার।
দুর্দান্ত অধিনায়কত্ব ও অলরাউন্ড পারফরম্যান্সে ২০২২ সালে বরিশালকে ফাইনালে তুলেছিলেন বিশ্বসেরা তারকা সাকিব। তবে শিরোপা জেতা হয়নি। আর গত আসরে প্লে-অফ থেকে বাদ পড়ে বরিশাল। এতে তার একাগ্রতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বসে বরিশাল ফ্র্যাঞ্চাইজি! যদিও পোস্টটি মুছে ফেলা হয়। পরে এর ব্যাখ্যায় বরিশাল জানায়, ভুলবশত পোস্টটি করা হয়েছিল। কিন্তু এটি মেনে নিতে পারেন নি সাকিব। তাই অনেকটা মনঃক্ষুণ্ণ হয়ে বরিশাল ছেড়ে পুরনো ঠিকানায় ফিরলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post