নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের শুরু থেকেই ‘বিতর্ক’ হয়েছে, তবে এতোটা ‘বিতর্ক’ কখনো হয়নি। পারিশ্রমিক না পাওয়ায় মাঠে নামেননি বিদেশীরা। অথচ বিপিএলের একাদশে দু’জন বিদেশীকে খেলানো বাধ্যতামূলক ছিলো।
দুর্বার রাজশাহীর বিদেশীরা খেলতে অস্বীকৃতি জানানোর কারণে দেশীয়দের দিয়ে তাই একাদশ করতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। রংপুর রাইডার্সের বিপক্ষে মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করছে রাজশাহী। নুরুল হাসান সোহান টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
রাজশাহীর বিদেশীরা না খেলায় দেশীয়দের দিয়ে একাদশ গঠন করেছে দলটি। ৯ ম্যাচের ৮টিই জিতে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে শীর্ষে থাকা রংপুর। ১০ ম্যাচে ৪ জয়ে পাঁচ নম্বরে আছে তাসকিন আহমেদের রাজশাহী।
রাজশাহী একাদশ
সাব্বির হোসেন, জিসান আলম, এনামুল হক বিজয়, ইয়াসির আলী, আকবর আলী, এসএম মেহরুব, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মিজানুর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০