বিপিএলে সাব্বির কীর্তিতে মুছে গেলো ক্রিস গেইলের রেকর্ড

0
23

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে এতদিন ক্যারীবিয়ান তারকা ক্রিস গেইলের দখলে ছিলো সর্বোচ্চ রানের ইনিংস। বিপিএলের ২০১২ সালে প্রথম আসরে বরিশাল বার্নাসের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ১১৬ রান করে বিপিএলের সর্বোচ্চ ইনিংসের মালিক ছিলেন গেইল।

তবে আজ থেকে বিপিএলের সর্বোচ্চ ইনিংসের মালিক হয়ে গেলেন বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। সাব্বির রহমান আজ রাজশাহী কিংসের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলে মুছে দিয়েছেন গেইলের রেকর্ড। বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখন তার।

আজ রোববার রাজশাহী কিংসের ক্রিকেটার সাব্বির রহমান মিরপুরে ছাড়িয়ে গেলেন গেইলের তিন মৌসুম ধরে রাখা কীর্তিটি। চতুর্থ আসরে এসে বরিশাল বুলসের বিপক্ষে নিজেকে নিয়ে যান নতুন উচ্চতায়।

সাব্বির রহমান আজ মাত্র ২৬ বলে অর্ধশতকে পৌছান। এরপর আরো ২৭ বলে ক্যারিয়ারের প্রথম বিপিএল উদযাপনে মাতেন এ ‘হার্ডহিটার’।

ইনিংসের ১৬তম ওভারে সাব্বিরকে ডেভিড মালানের ক্যাচবন্দি করেন পেসার অাল আমিন হোসেন। তার আগে বরিশাল বোলারদের ওপর দিয়ে রীতিমতো ‘স্টিমরোলার’ চালান রাজশাহী আইকন। ঝড়ো ব্যাটিংয়ে ৬১ বলে ১২২ রানের চোখ ধাঁধানো ইনিংস উপহার দেন। তাতে ছিল সমান ৯টি চার ও ৯টি ছক্কার মার।

বিপিএলে প্রথম বাংলাদেশী খেলোয়াড়দের মধ্যে সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফীস। ২০১৩ সালের ২৪ জানুয়ারি রাজশাহীর বিপক্ষে খুলনাতে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেছেন খুলনার বাঁহাতি এই ব্যাটসম্যান। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করেন মোহাম্মদ আশরাফুল। ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকাতে খুলনার বিপক্ষে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছিলেন ঢাকার ডানহাতি এই ব্যাটসম্যান। বিপিএলের চতুর্থ আসরে এসে তৃতীয় বাংলাদেশী খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করলেন সাব্বির রহমান। বরিশালের বিপক্ষে রাজশাহীর এই হার্ডহিটার ব্যাটসম্যান খেলেছেন ১২২ রানের ঝড়ো ইনিংস।

বিপিএলে এখন পর্যন্ত মোট ৯টি সেঞ্চুরি হয়েছে। এর মধ্য গেইলের রয়েছে ৩টি (১০১*, ১১৬, ১১৪) সেঞ্চুরি। সাব্বিরের ১২২ রানই সর্বোচ্চ। নাফীস, আশরাফুল, সাব্বির, গেইল ছাড়াও সেঞ্চুরি রয়েছে স্মিথ, শেহজাদ ও লুইসের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/উস/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here