স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি মৌসূমে প্রথম গোলের দেখা পেয়েছেন ফুটবলার ওয়াহেদ। তার জয় সূচক গোলে টিম বিজেএমসির বিপক্ষে জয় নিশ্চিত হয় ঐতিহ্যবাহী আবাহনীর।
রোববার বিকেলে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে টিম বিজেএমসিকে ২-১ গোলে হারায় জর্জ কোটানের শিষ্যরা।
কোচ জর্জ কোটানের একাদশে সব সময় সুযোগ মিলেনা ওয়াহেদের। আজ টিম বিজেএমসির বিপক্ষে সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন তিনি। দলকে এনে দিয়েছেন জয় সূজক গোল।
টানটান উত্তেজনায় খেলার প্রথমার্ধ শেষে গোলের দেখা পায়নি কোন দলই। তবে দ্বিতীয়ার্ধেই মিলেছে গোলের দেখা।
ম্যাচের ৫৫ মিনিটে প্রথম গোল পায় আবাহনী। বা প্রান্ত থেকে সানডে’র গোলে এগিয়ে যায় আবাহনী।
তবে এগিয়ে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি আবাহনী। তাদের খেলোয়াড়ের ভুলেই পেনাল্টি পেয়ে প্রতিপক্ষ সমতায় ফেরে। শেষে ওয়াহেদ জয় সূচক গোলটি করেন।
৬৪ মিনিটে ডান প্রান্ত থেকে এলিটা কিংসলে থেকে জাকির হোসেন জিকু বক্সের ভেতর বল পায়। জিকুর পাস থেকে স্যাসান ইলিয়াসুর বক্সের ভেতর থেকেই জোরালো শট নিলে পোস্টের সামনে দাড়িয়ে থাকা আবাহনীর মামুন মিয়ার হাতে বল লাগে। প্যানাল্টি পায় বিজেএমসি। পেনাল্টি শট থেকে নাইজেরিয়ান তারকা ইলিয়াসু খেলায় সমতায় ফিরিয়ে আনেন ১-১।
খেলার শেষ দিকে লি টাকের কর্নার থেকে ওয়াহেদ আলতো ছোঁয়ায় টিম বিজেএমসির জালে বল জড়িয়ে আবাহনীর ব্যবধান ২-১ করে নেয়। এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকার ঐতিহ্যবাহী দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০