বিপিএলে সিলেটের রাজুর বোলিং তান্ডব

    0
    62

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের দ্বিতীয় দিনেই বোলিং কারিশমা প্রদর্শন করলেন সিলেটের ক্রিকেটার আবুল হাসান রাজু। রাজশাহী কিংসের হয়ে আগুন ঝড়ানো বোলিং করেছেন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার।

    বিপিএলের চতুর্থ আসরে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট পাওয়ার অন্যন্য কৃতিত্ব গড়েছেন রাজু। নিজের কোটা পূর্ণ করে ২৮ রানের বিনিময়ে নিয়েছেন ৫টি উইকেট।

    রাজুর বোলিং তান্ডবে অল্পতেই থামতে হয়েছে খুলনা টাইটান্সকে। রাজশাহী কিংসে রাজুর সফলতার দিনে ব্যর্থ হয়েছেন খুলনা টাইটান্সে খেলা সিলেটের আরেক ক্রিকেটার অলক।

    আবুর হাসান হাসান রাজু ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৫টি উইকেট। রাজুর প্রথম শিকার হয়ে ছিলেন রিকি ওয়েলস। ব্যক্তিগত ৩২ রান করা ওয়েলসকে উমর আকমলের তালুবন্দী করেন  উইকেট শিকার শুরু করেন। যা থামে গিয়ে ৫ উইকেটে।

    নিজের তৃতীয় ওভারেই হ্যাট্টিকের সুযোগ আনেন তিনি। জোড়া আঘাত হানে খুলনাটাইন্সের ইনিংসে। দলীয় ১৭.১ ওভারে নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারের প্রথম বলেই ৩২ রান করা মাহমুদুল্লাহকে ফরহাদ রেজার ক্যাচে পরিণত করেন তিনি। এর পরের বলেই আরেক সিলেটী ক্রিকেটার অলক কাপালীকে নিজের শিকারে পরিণত করেন তিনি। ১৭ বলে ১১ রান করা অলককে তিনি উমর আকমলের ক্যাচে পরিণত করেন।

    নিজের শেষ ওভারে আবারো জোড়া আঘাত হানেন তিনি। সুযোগ করেন হ্যাট্টিকের। ওভারের তৃতীয় বলে ১৪ রান করা আরিফুল হককে মোহাম্মদ সামীর ক্যাচে পরিণত করেন। পরের বলেই শুন্য রানে শফিউল ইসলামকে বোল্ড আউট করেন তিনি। একই সাথে বিপিএলে চতুর্থ আসরের প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট শিকার করেন তিনি।

    আগে ব্যাট করা খুলনা টাইটান্স নির্ধারিথ ২০ ওভারে ৮ উইেকেট ১৩৩ রান সংগ্র করেছে। ৮টি উইকেটের মধ্যে ৫টি সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ার ক্রিকেটার আবুল হাসান রাজুর।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here