বিপিএলে সেরা ফিল্ডার মুশফিক, সেরা তরুণ তানজীদ তামিম
নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের একাদশতম আসরের সেরা ফিল্ডার হয়েছেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুশফিকুর রহিম। সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছে ঢাকা ক্যাপিটালসের তানজীদ হাসান তামিম। সেরা বোলার হয়েছেন ‘বিতর্কিত’ দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমদ।
বিপিএলের সেরা খেলোয়াড় হয়েছেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ফাইনাল সেরা হয়েছেন চ্যাম্পিয়ন অধিনায়ক তামিম ইকবাল। মোহাম্মদ নাঈম শেখ জিতেছেন সেরা ব্যাটসম্যানের পুরস্কার। তিন লাখ থেকে শুরু করে দশ লাখ টাকা পর্যন্ত অর্থ পুরস্কার পেয়েছেন এসব ক্রিকেটার।
ফাইনালে দলকে জেতাতে বড় অবদান রেখেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। চিটাগাং কিংসের দেওয়া ১৯৫ রান টপকেছে তার দল সাত উইকেট হারিয়ে। ব্যাট হাতে দুর্দান্ত হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ফাইনাল সেরা হয়ে জিতেছেন পাঁচ লাখ টাকার আর্থিক পুরস্কার।
খুলনা টাইগার্সের অধিনায়কের হাতেই উঠছে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার। ব্যাট হাতে ৩৫৫ রান করছেন মিরাজ, বল হাতে নিয়েছেন ১৩টি উইকেট। ব্যাট-বল হাতে সামন থেকেই নেতৃত্ব দিয়েছেন খুলনা। সাদা-মাটা দলকে নিয়ে লড়াই করেছেন পুরাো বিপিএল জুড়ে। একক নেতৃত্বে খুলনাকে প্লে-অফেও তুলেন মিরাজ। বিপিএল জুড়ে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন টুর্নামেন্ট সেরা হয়ে। পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ লাখ টাকা।
তরুণ তারকা তানজীদ হাসান তামিম পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত করেছেন ব্যাট হাতে। ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্টের পুরস্কার তাই উঠেছে তার হাতে। ঢাকা ক্যাপিটালসের হয়ে ১২ ইনিংসে এক সেঞ্চুরির সঙ্গে চার ফিফটিতে ৪৮৫ রান করেছেন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন তিন লাখ টাকা।
বিপিএলের সেরা ব্যাটসম্যানের পুরস্কার গেছে নাঈম শেখের হাতে। দারুণ ব্যাটিংয়ে এক সেঞ্চুরির সঙ্গে তিন ফিফটিতে ৫১১ রান করেছেন তিনি। পেয়েছেন ৫ লাখ টাকা।বিপিএলের ইতিহাসে ‘রেকর্ড’ গড়া বোলিং করেছেন তাসকিন আহমদ। এক ইনিংসেই নিয়েছেন সাত উইকেট। ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়ে এবার সেরা বোলারের পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকা।
ফরচুন বরিশালের শিরোপা জয়ে উইকেটের পেছনে থেকে দারুণ করেছেন মুশফিকুর রহিম। ১২টি ক্যাচের সঙ্গে করেছেন ২টি স্টাম্পিং। টুর্নামেন্ট সেরা ফিল্ডার হিসেবে তাই জিতেছেন তিন লাখ টাকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০