স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটেই ইতিহাসে লজ্জার রেকর্ড করেছে খুলনা টাইটান্স। রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৪৪ রানে অলআউট হয়েছে দলটি। এর আগে বিপিএলে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল বরিশাল বুলসের। বিপিএলের গেল আসরে সিলেট সুপার স্টারসের কাছে দলটি অলআউট হয়েছিল ৫৮ রানে।
আজ বৃহস্পতিবার টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান রংপুর দলপতি নাঈম ইসলাম। টস জিতে ফিল্ডিং নামা রংপুর শুরুতেই সফলতা এনে দেন সোহাগ গাজী। নিকোলাস পুরানের উইকেটে আঘাত হানেন সোহাগ গাজী। এরপর আব্দুল মজিদকেও রান আউট করে ক্রিজ ছাড়া করেন সোহাগ।
বিপিএল ইতিহাসের সর্বনিম্ন স্কোরে অলআউট হওয়ার লজ্জায় ডুবলো খুলনা টাইটান্স। রংপুর রাইডার্সের শহীদ আফ্রিদি ও আরাফাত সানির স্পিন ঘূর্ণিতে ৯.২ ওভার বাকি থাকতেই মাত্র ৪৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
খুলনার হয়ে সর্বোচ্চ ১২ রান আসে শুভাগত হোমের ব্যাট থেকে। আর কেউই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেননি। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ। আফ্রিদি-সানির বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণই করে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ১০.৪ ওভারেই অলআউট। ভাবা যায়!
তিন ওভারে ১২ রান খরচায় চারটি উইকেট দখল করেন অাফ্রিদি। পাকিস্তান আইকনকে ছাপিয়ে উঠে আসছে টাইগার স্পিনার সানির নাম। ২.৪ ওভার বোলিং করে কোনো রান না দিয়েই তিনটি উইকেট দখল করেন তিনি। মোহাম্মদ আসগরকে বোল্ড করে খুলনার ইনিংসের ইতি টানেন তিন উইকেট শিকারি সানি।
ইনিংসের প্রথম ওভারেই রংপুরকে ব্রেকথ্রু এনে দেন সোহাগ গাজী। ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নিকোলাস পুরান (০)। সতীর্থদের সাফল্যে পরে আর বোলিংয়ে দেখা যায়নি তাকে। গাজীর থ্রোতেই রান আউট হন আরেক ওপেনার আব্দুল মজিদ (৬)। আর মাহমুদউল্লাহকে এলবিডব্লুর ফাঁদে ফেলে খুলনার তৃতীয় উইকেটের পতন ঘটান ইংলিশ পেসার রিচার্ড গ্লিসন।
খুলনা একাদশ: আব্দুল মজিদ, নিকোলাস পুরান, রিকি ওয়েসেলস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), অলপ কাপালি, আরিফুল হক, শফিউল ইসলাম, জুনাইদ খান, নুর আলম, শুভাগত হোম, মোহাম্মদ আসগর।
রংপুর একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, নাঈম ইসলাম (অধিনায়ক), মুক্তার আলী, রুবেল হোসেন, আরাফাত সানি, শহীদ আফ্রিদি, রিচার্ড গ্লিসন, মোহাম্মদ শাহজাদ, সোহাগ গাজী, লিয়াম ডসন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০