স্পোর্টস ডেস্কঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে পা রেখেছেন ইংলিশ ক্রিকেটার ব্রুক ডেভিড গেস্ট। প্রথমবারের মত বিপিএল খেলতে যাচ্ছেন তিনি। আজ এক বিবৃতিতে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে, চলমান বিপিএলের বাকি অংশ খেলতে টিম হোটেলে যোগ দিয়েছেন ইংলিশ এই উইকেটকিপার ব্যাটার।
২৬ বছর বয়সী গেস্টের ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। যেখানে তার মোট রান সংখ্যা ৬২০। কুমিল্লার মোহাম্মদ রিজওয়ান পিএসএলের জন্য বিপিএল ছাড়ায় দলের হয়ে গ্লাভস হাতে তুলে নিবেন গেস্ট। এর আগে তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। তবে কাউন্টি ক্রিকেটে খেলেন ডার্বিশায়ারের হয়ে।
এদিকে চলতি বিপিএলে ৬ ম্যাচে ৪ জয় নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অবস্থান করছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার ম্যাচ রয়েছে দুর্দান্ত ঢাকার বিপক্ষে। এই ম্যাচেই সেরা একাদশে দেখা যেতে পারে গেস্টকে। এর আগে গত বুধবার দলটির হয়ে অভিষেক হয়েছে উইল জ্যাকসের। আগের রাতে ঢাকা এসে পরদিন কুমিল্লার জার্সিতে খেলেন এই ইংলিশ তারকা। অবশ্য নামের প্রতি সুবিচার করতে পারেন নি জ্যাকস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post