বিপিএল খেলতে ঢাকায় মঈন আলী

0
61

নিজস্ব প্রতিবেদক:: ইংলিশ ক্রিকেটার মঈন আলী বিপিএল খেলতে ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লে-অফ থেকে খেলবেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে এই ইংলিশ ক্রিকেটারকে। লিগ পর্বের ম্যাচে অবশ্য তাকে পাওয়া যায়নি। তবে প্লে-অফ রাউন্ড থেকে খেলবেন তিনি।

শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মঈন আলী। কুমিল্লার টিম হোটেলেও তিনি পৌঁছে গেছেন। বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিক্টোরিয়ান্সরা শীর্ষ দুইয়ে থেকেই প্লে-অফ নিশ্চিত করেছে। প্রথম এলিমিনেটর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। ১২ ম্যাচের ৯টি জিতেছে দলটি। হেরেছে তিন ম্যাচ। তাদের পয়েন্ট ১৮। সমান ম্যাচে সমান জয়-পরাজয় নিয়ে নীট রানরেটে এগিয়ে থাকায় সিলেট স্ট্রাইকার্স টেবিলের শীর্ষ দল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here