নিজস্ব প্রতিবেদকঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে এসেছেন হারিস রউফ। পাকিস্তানের এই পেসার সোমবার রাতে বাংলাদেশে পা রাখেন। নিজেদের অফিসিয়াল ফেসবুকে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স রউফের আগমনের খবর জানিয়েছে।
রউফ যোগ দিয়েছেন রংপুর দলে। এর আগে কখনো বিপিএল না খেলা পাকিস্তানি এই গতি তারকা প্রথমবারের মত বিপিএল মাতাতে আসলেন। মঙ্গলবার রংপুর খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে। এই ম্যাচ দিয়েই বিপিএল অভিষেক হতে পারে ডানহাতি পেসারের। বিপিএলে প্রথমবার হলেও রউফ দ্যুতি ছড়িয়েছেন বিগ ব্যাশে। পিএসএলও খেলার অভিজ্ঞতা আছে তার। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে খেলেছেন রউফ।
সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের ভরসার নাম হয়ে ওঠা হারিস রউফ খেলেছেন ১৮ ওয়ানডে ও ৫৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। উইকেট পেয়েছেন যথাক্রমে ৩০ ও ৭২। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪১ ম্যাচ খেলে তিনি পেয়েছেন ১৮৮ উইকেট। বল হাতে দানবীয় গতি তুলে বর্তমানে দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র হিসেবে নিজেকে তুলে ধরেছেন রউফ।
চলতি বিপিএলে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ জয় পেয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলা রংপুর। মঙ্গলবার খুলনার বিপক্ষে ম্যাচের পর ফরচুন বরিশালের বিপক্ষে খেলা আছে দলটির। এরপর ঢাকায় দ্বিতীয় পর্বে খেলে সিলেট যাবে উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি।
রংপুর রাইডার্স স্কোয়াড: রনি তালুকদার, সাইম আইয়ুব, মাহেদী হাসান, মোহাম্মদ নাইম, শোয়েব মালিক, নুরুল হাসান, শামীম হোসেন, আজমতুল্লাহ ওমরজাই, রবিউল হক, হাসান মুরাদ, রকিবুল হাসান, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ নওয়াজ, হাসান মাহমুদ, পথুম নিসাঙ্কা, হারিস রউফ, অ্যারন জোন্স, পারভেজ হোসেন ইমন ও রিপন মন্ডল।
Discussion about this post