স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ইংল্যান্ড লায়ন্সের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আগামী ১৯ জুলাই।
মূল সিরিজ শুরুর আগে প্রোটিয়ারা ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে প্রোটিয়া। ওই ম্যাচের জন্য ইংল্যান্ড লায়ন্স দলে ডাক পেয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতিয়ে যাওয়া বেনি হাওয়েল ও জ্যাক লিনটট। শুধু বিপিএল নয়,অলরাউন্ডার হাওয়েল সুযোগ পেয়েছিলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)।
বেনি হাওয়েল ছাড়াও যুব বিশ্বকাপে দারুণ পারফর্ম করা ১৭ বছর বয়সী লেগ স্পিনার রেহান আহমেদও সুযোগ পেলেন ইংল্যান্ড লায়ন্স স্কোয়াডে। পাকিস্তান বংশোদ্ভূত এই স্পিনার সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ বোলিং করেছেন। নিয়েছেন ১২ উইকেট। তার প্রথম শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতা খুব বেশি না হলেও ভবিষ্যত ভাবনায় তাকে দলে নেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের প্রথম প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ আগামী ১২ জুলাই। টনটনে প্রথম ওয়ানডে খেলে দ্বিতীয়টিতে দু’দল মুখোমুখি হবে উরচেস্টারশায়ারে। এটি মূলত কাউন্টির দল উরচেস্টারশায়ারের ঘরের মাঠ। আর এই দলের হয়েই কাউন্টি ক্রিকেট মাতাচ্ছেন হাওয়েল। বিপিএলে এই ক্রিকেটার এর আগে খুলনা টাইটানসে খেলেছেন। সবশেষ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দারুণ পারফর্মের সুবাদেই ডাক পান আইপিএলে। আর লিনটট ফরুচুন বরিশালের হয়ে ২০২২ বিপিএলে খেলেছেন।
ইংল্যান্ড লায়ন্স দল: টম আবেল (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন (উইকেটরক্ষক), স্যাম কুক, বেন ডাকেট, স্টিফেন স্কেকিনাজি, স্যাম হেইন, অ্যাডাম হোসি, বেনি হাওয়েল, জ্যাক লিনটন, ডেভিড পাইনি, জর্জ স্ক্রিমশ’, উইল সিমড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০