স্পোর্টস ডেস্কঃ চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর সেখানে খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন ওয়াহাব রিয়াজ। বর্তমানে সিলেট পর্বে আছে বিপিএল। আর সেখানে অংশ নিতেই সিলেটে অবস্থান করছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে সিলেটে থাকাকালীনই এক সুসংবাদ শুনলেন তিনি।
পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। পাকিস্তানের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী মহসিন নকভি ১১ জনের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন। আর সেখানে রয়েছে ওয়াহাবের নাম।
খুব শীঘ্রই মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন ওয়াহাব। তবে আপাতত সেটি সম্ভব হচ্ছে না বিপিএল খেলার কারণে। দেশটির এক গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি বিদেশি লিগের সাথে তার একটি চুক্তি থাকায় এখন নিতে পারছেন না শপথ। তবে জানা গেছে, বিপিএল শেষ করেই শপথ নেবেন তিনি।
এদিকে ওয়াহাব রিয়াজের মন্ত্রী হওয়ার খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তারই সতীর্থ আজম খান। দুজনই খুলনা টাইগার্সের হয়ে খেলতে অবস্থান করছেন সিলেটে। ওয়াহাবের একটি ছবি পোস্ট করে আজম খান লেখেন, ‘পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর সাথে চিল করছি’। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ব্যস্ত মানুষ লিখেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post