নিজস্ব প্রতিবেদকঃ চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আর খেলা হচ্ছেনা পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের। পারিবারিক কারণে বিপিএল ছেড়ে গেছেন এই অলরাউন্ডার। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল।
বিপিএলের ঢাকা পর্বের খেল শেষ হয়েছে। দলগুলো এখন সিলেটে। তবে মালিক দলের সঙ্গে সিলেট না গিয়ে ঢাকা থেকে উড়াল দেন দুবাইয়ের উদ্দেশ্যে। জানা গেছে, ব্যক্তিগত কারণে দুবাই যান পাকিস্তানের অভিজ্ঞ এই ক্রিকেটার। বরিশাল থেকে শুরুতে জানানো হয়েছিল, সিলেট পর্বের মাঝেই আবারো ফিরবেন তিনি। কিন্তু সেটি আর হচ্ছে না। বিপিএলের এবারের আসরে আর ফেরা হচ্ছে না মালিকের।
মালিক ঢাকা পর্বে তিন ম্যাচেই খেলেছেন। যদিও এই তিন ম্যাচে রান পাননি তিনি। প্রথম ম্যাচে ১৭ করার পর, বাকি দুই ম্যাচে করেছেন ৫ ও ৭ রান। এই তিন ম্যাচে তিনি পেয়েছেন একটি উইকেট। বরিশালের সিলেট পর্বের প্রথম ম্যাচ ২৭ জানুয়ারি। এর আগে ঢাকা পর্বে ৩ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বরিশাল। তারা অবস্থান করছে টেবিলের ছয় নম্বরে।
এদিকে মালিকের বদলি হিসেবে আরেক পাকিস্তান ব্যাটার আহমেদ শেহজাদকে দলে নিয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। যিনি আসন্ন ২০২৪ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে দল পান নি। এরপর তিনি পিএসএলকে বিদায় বলে দেন। এই টুর্নামেন্ট থেকে বাইরে তাঁকে রাখতে দলগুলো হাত মিলিয়েছে, এমন ষড়যন্ত্রের অভিযোগ করেন শেহজাদ। ইচ্ছাকৃতভাবে তাঁকে কোনো দলই নেয়নি, এক বিবৃতিতে এমন দাবি করে পিএসএল থেকে অবসরের ঘোষণা দেন ৩২ বছর বয়সী এ ব্যাটার। এবার তিনি আসছেন বিপিএলে। এর আগেও বিপিএল খেলার অভিজ্ঞতা আছে ডানহাতি এই ক্রিকেটারের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post