নিজস্ব প্রতিবেদকঃ শেষ হয়েছে ২০২৪ বিপিএল-এর প্লেয়ার্স ড্রাফট। রোববার দুপুরে অনুষ্ঠিত হওয়া ড্রাফট থেকে পছন্দের ক্রিকেটারের দলে নিয়েছে বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে আজকের ড্রাফটে দল পেলেন না জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান।
এক সময় হার্ডহিটার ব্যাটারের তকমা পাওয়া সাব্বিরকে মনে ধরে নি কোনো ফ্র্যাঞ্চাইজির। এছাড়া দল পান নি মোহাম্মদ আশরাফুল-মুমিনুল হক সৌরভও। আগামী বছরের শুরুর দিকে মাঠে গড়ানোর অপেক্ষা থাকা বিপিএলের দশম আসরে খেলার জন্য আগ্রহ দেখিয়েছিলেন ৪৪৩ জন বিদেশি ক্রিকেটার।
অন্যদিকে ৭ ক্যাটাগরিতে ২০৩ জন দেশি ছিলেন ড্রাফটে। সেখান থেকে ক্রিকেটার বেছে নিয়ে দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ‘সি’ ক্যাটাগরি থেকে দল পাননি মুমিনুল। দল না পাওয়া তালিকায় আছে মুনিম শাহরিয়ারের নামও। এদিকে ২০ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘ডি’ ক্যাটাগরি থেকে দল পাননি অলক কাপালি।
‘ডি’ ক্যাটাগরির আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দীকি, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুব, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, নাদিফ চৌধুরী, রবিউল হক, শামসুর রহমান, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, সাদমান ইসলামদেরও দলে নেয় নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
২০১২ সালে প্রথমবার মাঠে গড়ানো বিপিএলেও খেলেছিলেন সাব্বির। সেই থেকে গত বার পর্যন্ত তিনি ৮টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে মাঠ মাতিয়েছেন। তবে আগামী আসরে আর তাঁকে দেখা যাবে না। বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৮ নম্বরে আছেন সাব্বির। ৯৬ ম্যাচের ক্যারিয়ারে সেঞ্চুরিও আছে তাঁর নামের পাশে।
এখন পর্যন্ত খেলা ৯৬ ম্যাচে সাব্বির রান করেছেন ১৭৪০। এক সেঞ্চুরির পাশাপাশি তিনি হাঁকান ৫ ফিফটি। গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। যেখানে আশানুরূপ সাফল্য পাননি তিনি। এরপর ঘরোয়া ক্রিকেটেও গত এক বছর সেভাবে দ্যুতি ছড়াতে পারেন নি। তাই আসন্ন বিপিএল ড্রাফটে তাকে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায় নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post