নিজস্ব প্রতিবেদকঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মূলত জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় বিপিএলের চলতি আসরে তার খেলা অনিশ্চিত। বুধবার সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
সিলেট ফ্র্যাঞ্চাইজি ছেড়ে আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছিলেন তিনি। এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে দ্বিতীয় দফায় সংসদ সদস্য হয়েছেন মাশরাফী। এদিকে গতকাল (মঙ্গলবার) সংসদের প্রথম অধিবেশনে ছিলেন না তিনি। বিপিএল নিয়ে সিলেটে ব্যস্ত ছিলেন ডানহাতি এই পেসার।
বিপিএলের চলতি আসরে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১টি উইকেট পেয়েছেন মাশরাফী। তাঁর সিলেটও ৫ ম্যাচ খেলে এখনো জয় তুলে নিতে পারেনি। সবশেষ তারা ঘরের মাঠে হেরেছে ফরচুন বরিশালের বিপক্ষে বড় ব্যবধানে। এদিকে মাশরাফীর সরে যাওয়া প্রসঙ্গে সিলেট ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি নিজেই বিপিএল থেকে ‘বিরতি’ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে কারণ হিসেবে দেখানো হয়েছে জাতীয় সংসদের সদ্য শুরু হওয়া অধিবেশন। তবে রাজনৈতিক ব্যস্ততার মাঝখানে সুযোগ হলে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটারকে আবারো দেখা যেতে পারে সিলেটের জার্সিতে, প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলেট। তার অনুপস্থিতিতে সিলেটকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিথুন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post