নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের নিলাম শুক্রবার অনুষ্টিত হয়ে গেছে। নিলামে সিলেটের বেশ কয়েকজন ক্রিকেটার থাকলেও দল পেয়েছেন মাত্র পাঁচ জন ক্রিকেটার।
নিলামে থাকলেও দল পাননি সিলেটের সাবেক তারকা ক্রিকেটার রাজিন সালেহ, এনামুল হক জুনিয়র, আবু জায়েদ চৌধুরী রাহী, ইমতিয়াজ হোসেন তান্না, রাহাতুল ফেরদৌস, নাসুম আহমদ, জাকের আলী অনিক ও আহমেদ সাদিকুর রহমান তাজিন।
নাসুম গত বছর অনুষ্টিত বিপিএলে সিলেট, রাহী রংপুরের হয়ে খেললেও এবার তারা সুযোগ পাননি কোন দলেই। যুব বিশ্বকাপ খেলে আসা জাকের আলী অনিকও দল পাননি। তার সঙ্গী যুব বিশ্বকাপের অপর খেলোয়াড় জাকির হাসান দল পেয়েছেন।
নিলামের জন্য বি ক্যাটাগরিতে ছিলেন এনামুল হক জুনিয়র।
সি ক্যাটাগরিতে ছিলেন আবু জায়েদ চৌধুরী রাহী, ইমতিয়াজ হোসেন তান্না, রাজিন সালেহ ও রাহাতুল ফেরদৌস।
ডি ক্যাটাগরিতে ছিলেন, নাসুম আহমদ, জাকের আলী অনিক ও আহমেদ সাদিকুর রহমান তাজিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০