স্পোর্টস ডেস্ক:: কারো টাকা থাকলে বিপিএলে দল নেবেন, টাকা না থাকলে দল নেবেন। বিপিএল ফ্র্যাঞ্চাইজির এমন বার্তা দিয়েছেন চলমান ‘বিতর্কিত’ বিপিএল খেলা বিদেশী ক্রিকেটার ডেভিড মালান। ফরচুন বরিশালের এই বিদেশী খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানেই তিনি এমন মন্তব্য করেছেন।
মিরপুরের হোম অব ক্রিকেটে ফরচুন বরিশালকে খুলনা টাইগার্সের বিপক্ষে জেতার জন্য ‘কঠিন’ লড়াই করতে হয়েছে। ডেভিড মালানের হাফ সেঞ্চুরিতে খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলের টেবিল টপার রংপুর রাইডার্সের সমান হলো ফরচুন বরিশাল। শীর্ষে থাকা রংপুর দশ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট অর্জন করেছে। খুলনাকে আজ ৫ উইকেটে হারিয়ে ফরচুন বরিশালও দশ ম্যাচের আট ম্যাচে জিতে ১৬ পয়েন্ট অর্জন করেছে। নীট রানরেটে পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় স্থানে দলটি।
মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করা খুলনা নাঈমের হাফ সেঞ্চুরিতে পাঁচ উইকেটে ১৮৭ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা বরিশালও পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। এই জয়ের ফলে বরিশালের প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে। খুলনার বাড়ি ফেরাও নিশ্চিত হয়ে গেছে।
আগের দিন দুর্বার রাজশাহীকে বিদেশী ক্রিকেটার ছাড়া খেলতে হয়েছে। কারণ ফ্র্যাঞ্চাইজিটি বিদেশী ক্রিকেটারদের পারিশ্রমিকের টাকা দেয়নি। ফলে বিদেশীরা মাঠে আসেননি। খুলনা-বরিশাল ম্যাচ শেষে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জানতে চাইলে মালান বলেন, ‘আমি আসলে নিজের দল নিয়ে মন্তব্য করতে পারি। এই দলটা দারুণ। টুর্নামেন্ট যেটাই হোক না কেন, বেসিক জিনিসগুলো ঠিক রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে খেলা এবং কারও কাজ হচ্ছে আমাদের টাকা দেওয়া। এ কারণে এত লিগ। আশা করি সামনে এমন হবে না। এটা সহজ কাজ। কারও যদি টাকা থাকে সে দল নেবে, না থাকলে দল নেবে না, সিম্পল ব্যাপার। এমনই হওয়া উচিত। আমাদের বিদেশিদের নিয়েও কোনো সমস্যা নেই, এখনও পর্যন্ত। আশা করি সামনেও হবে না।’
ইনজুরি থেকে ফিরে বরিশালের জার্সিতে মাঠে নেমে ছিলেন এবাদত হোসেন। ফেরার ম্যাচে দুর্দান্ত করেছেন তিনি। সতীর্থ এই ক্রিকেটারের প্রশংসা করেছেন হাফ সেঞ্চুরিয়ান ডেভিড মালান। তিনি বলেন, ‘দারুণ ছিল সে (এবাদত)। চোট থেকে ফেরা এমন কাউকে ভালো করতে দেখাটা ভালো ব্যাপার তার জন্য এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য। দারুণ নিয়ন্ত্রণ ছিল। ভালো উইকেটে ভালো ম্যাচে খেলাটা দারুণ ব্যাপার। শেষ ওভারে দারুণ করেছে সে। কাজটা কখনওই সহজ নয়। কিছু ক্যাচ ছেড়েছি আমরা। নয়ত আরও কমে আটকাতে পারতাম। তারা প্রথম ১০ ওভারে দারুণ করেছে। টুর্নামেন্টে বল হাতে আমাদের অত পরীক্ষা দিতে হয়নি, আজ দিতে হয়েছে। টুর্নামেন্টে আমাদের জন্য এটা ভালো হবে বলে আশা করছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০