বিপিএল ‘বঞ্চিত’ মুস্তাফিজকে দর্শকই থাকতে হচ্ছে

0
34

স্পোর্টস ডেস্ক: যদি বিপিএল খেলতেন, নিশ্চিত সবার উপরেই থাকতো তার নামটা। বাংলাদশ ক্রিকেটের নতুন তারকা মুস্তাফিজকে নিয়েই হতো আসল কাড়াকাড়ি। দলকে চ্যাম্পিয়নের কাছে নিয়ে যেতে পারতেন তিনি। সারা বিশ্বই যেখানে থাকে নিয়ে কাড়াকাড়ি করে সেখানে নিজ দেশেতো আর বেশই হবে।

কিন্তুু না, সেই মুস্তাফিজকে নিয়ে বিপিএলে কোন কাড়াকাড়ি হয়নি। ঘরোয়া ক্রিকেটের সব চেয়ে বড় আসর বিপিএলে খেলা হচ্ছে না তার। এক মাসের এই ক্রিকেট উৎসবে দর্শকই হয়েই থাকতে হবে তাকে।

মাঠে একের পর এক ব্যাটসম্যানদের সাজঘরে পাঠাবেন তার সতীর্থরা, উইকেট নিয়ে উল্লাস করবেন, সবকিছুই বসে বসে দেখতে পাবে। কাউন্টি ক্রিকেটে বয়ে আনা ইনজুরিটাকে বয়ে বেড়াতে হবে আরো মাস দেড়েক।

এরপরই বল হাতে মাঠে নামতে পারেন। আবারো বোলিং মার্কে ফিরে যেতেন পারেন বিপিএলের পর বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে।

তার চোখের সামনেই মিরপুরের হোম অব ক্রিকেটে  দেশি-বিদেশি ক্রিকেটারদের আনাগোনায় জম্পেশ ‘আন্তর্জাতিক’ আড্ডা। মিরপুরের ক্রিকেট পাড়ায় গেলে এই দৃশ্যই এখন চোখে পড়বে। এই আঙিনায় থেকেও নেই মুস্তাফিজুর রহমান।

যে মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমাটি অনুশীলন, আলোচনা, আর ম্যাচ নিয়ে যুদ্ধ পরিকল্পনা চলছে, সেই অ্যাকাডেমির ডরমিটরিতেই চলে ‘দ্য ফিজ’ খ্যাত মুস্তাফিজ দর্শক হয়ে থাকতে হচ্ছে। সবার উৎসাহ আর ক্রিকেট যুদ্ধ দেখতে হচ্ছে। যেখানে সবার মধ্যমণি হয়ে থাকার কথা ছিলো তার।

কিন্তুু তার পরিবর্তে কাঁধের ইনজুরি-অস্ত্রোপচার-পুনর্বাসন; তিনে মিলিয়ে বিপিএলের উৎসব থেকে বিরত থাকতে হচ্ছে তাকে।

সর্বশেষ আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। সেটাই ছিলো বিপিএলে তার প্রথম অংশগ্রহণ। তার দল ফাইনালে ওঠেনি বটে, কিন্তু বল হাতে ঠিকই নিজের কাজটা সেরে নিয়েছিলেন। ১০ ম্যাচে তুলেছিলেন মোট ১৪ উইকেট। আর টি-টোয়েন্টির বাজারেও ছিলেন রান দেওয়ার ক্ষেত্রে কৃপণ। পরিসংখ্যান বলছে, ম্যাচ প্রতি গড়ে ১৫.২৮ রান খরচ করেছিলেন মুস্তাফিজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, গেল মঙ্গলবারও বল করেছেন মুস্তাফিজ। নিজের সামর্থের ৪০-৫০% দিয়ে সেদিন ১৮টি বল করেন তিনি।

বায়েজিদুল বলেন, ‘তাকে আমরা নিউজিল্যান্ড সিরিজের জন্য তৈরি করছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ছয় সপ্তাহ পর সে মোটামুটি ভালো কন্ডিশনে থাকবে বলে আমার মনে হয় অর্থাৎ কম্পিটিটিভ ম্যাচে খেলতে পুরোপুরি প্রস্তুত থাকবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here