স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন শেষের পথে। আর সেখানে তারকারা এসে হাজির হচ্ছেন। এতদিন পাকিস্তানের ক্রিকেটাররা বিদেশি কোটাকে আলোকিত করে রেখেছিল। তবে সেখান ছেড়ে যাচ্ছেন তারা। কেননা ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
তবে সেই জায়গায় নতুন নতুন সব তারকা বিদেশি খেলোয়াড় আসছেন। আরব আমিরাতে চলমান আইএল টি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকায় চলমান এসএ টি-টোয়েন্টি শেষের পথে থাকায় সুবিধা হয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজির।
এবার গুঞ্জন, বিপিএল মাতাতে আসছেন মঈন আলি। ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এই ক্রিকেটার মূলত পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের বদলি হিসেবে খেলতে আসছেন। এমনিতেই আইএল টি-টোয়েন্টিতে তার দল শারজাহ ওয়ারিয়র্স প্লে-অফ খেলতে পারেনি, পিএসএলের চুক্তিও বাতিল করেছেন। তার উপর সামনে বাংলাদেশ সফরে আসবে ইংলিশরা। সব মিলিয়ে তাই এই সিদ্ধান্ত নিচ্ছেন মঈন।
তবে এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ। তাই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না কিছুই। জানা গেছে, বিপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা। আর এবারের বিপিএলে এটিই হবে রিজওয়ানের শেষ ম্যাচ। এরপরই তার বদলি হয়ে প্লে-অফে খেলবেন মঈন।
এবারই প্রথম নয়, এর আগেও কুমিল্লার জার্সিতে বিপিএল মাতিয়েছেন মঈন। সবশেষ আসরেও একই দলের হয়ে খেলেছেন তিনি, হয়েছেন চ্যাম্পিয়নও। এবার একই লক্ষ্যের জন্য বিপিএলে আসছেন মঈন। যদিও সকল আনুষ্ঠানিকতার পরই নিশ্চিত হওয়া যাবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post